
৳ ২৮০ ৳ ২৩৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





মোঃ আরফাতুর রহমান (শাওন) একজন শিক্ষক, লেখক, কলামিস্ট ও মোটিভেশনাল বক্তা। তিনি ০৮ ডিসেম্বর, ১৯৯০ খ্রি. পুরাতন ঢাকার বংশাল এলাকার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মৃত মোঃ মজিবুর রহমান (বাবুল) এবং মায়ের নাম মোসাৎ নাসিমা আক্তার। তিনি ২০০৫ সালে মিল্লাত উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় এবং ২০০৭ সালে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পর তিনি ২০১৩ সালে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ থেকে বিবিএ (মার্কেটিং) বিষয়ে স্নাতক ও ২০২০ সালে সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে এমবিএ (হিসাববিজ্ঞান) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ থেকে ২০১৭ সালে বিএড এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে এমএড (শিক্ষা প্রসাশন) ডিগ্রি অর্জন করেন। কম্পিউটার দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি ডিগ্রি সম্পন্ন করেন। লেখালেখির প্রতি তাঁর আগ্রহ ছাত্রজীবন থেকেই ছিল। এ পর্যন্ত তার প্রকাশিত দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম প্রকাশিত হয়েছে ৩০০ এর অধিক, যা পাঠকমহলে ব্যাপক প্রশংসিত। তিনি বিভিন্ন সাপ্তাহিক ম্যাগাজিনেও লেখালেখি করেন।
তাঁর লেখায় তরুণ প্রজন্ম ও দেশের সাধারণ মানুষের দুঃখ—দুর্দশার কথা বিশেষভাবে স্থান পায়। সমাজের বাস্তবতা এবং মানবিক মূল্যবোধ তাঁর লেখার মূল উপজীব্য বিষয়।
বর্তমানে তিনি শিক্ষকতা পেশার পাশাপশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি একজন সুদক্ষ সংগঠক ও মানব সেবায় নিবেদিত ব্যক্তিত্ব। তিনি পথশিশুদের শিক্ষা ব্যবস্থায় বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করছেন। বর্তমানে তিনি লেখালেখির পাশাপাশি তরুণ প্রজন্মকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
তিনি স্বপ্ন দেখেন একটি সুশিক্ষিত, দক্ষ, চিন্তাশীল প্রজন্মের, যারা সুন্দর স্বপ্ন নিয়ে বেড়ে উঠবে। তাঁর ইচ্ছা সুখী—সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হাতে হাত রেখে কাজ করার।
Title | : | স্বপ্নছোঁয়া আলো |
Author | : | মোঃ আরফাতুর রহমান (শাওন) |
Publisher | : | নবসৃষ্টি প্রকাশন |
Edition | : | 1st Published, 2020 |
Number of Pages | : | 106 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
সোহেল রহমান বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা যিনি তার দীর্ঘ ব্যবসায়িক জীবনের প্রারম্ভিক থেকেই নৈতিক তাড়নায় নিজ ব্যবসায়িক ক্ষেত্রে তৈরি করার চেষ্টা করেছেন বহু উদ্যোক্তা। আর দশজন সাধারণ সংগ্রামী যুবকের গল্পের মত তিনি নিজেও বহু ঘাত, প্রতিঘাত, সংগ্রাম এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। দেশের প্রধান প্রধান শিল্প প্রতিষ্ঠান সহ সারা পৃথিবীতে বহু জাতি গোষ্ঠী ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক পর্যায়ে অর্জন করেছেন বহু সাফল্য এবং অভিজ্ঞতা। নিজ সাফল্যের সাথে সাথে সমান্তরালে অনুপ্রেরণা দিয়ে এসেছেন বহু মানুষকে, তার মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে তার নিজস্ব ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পর্যায়ে এনেছেন বিভিন্ন রকম ইতিবাচক পরিবর্তন।
তিনি ১৯৭৯ সালে পাবনা শহরের শিবরামপুরে মধ্যবিত্ত সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। মফস্বল থেকে এসে বিশ্ববিদ্যালয় পড়াকালীন অবস্থা থেকেই কাজ শুরু করে তিনি প্রমাণ করেছেন যে পরিশ্রম, সততা এবং সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে যে কেউ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।
তার প্রতিটি ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের জন্য নতুন নতুন পথ সুগম করার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন, শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, তা বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করতে হবে।
তার এই মহৎ উদ্যেশ্য আরও বিস্তৃত আকারে ছড়িয়ে দিতে বইটি তিনি লিখেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষের জন্য যারা বড় বিনিয়োগের অভাবে ভালো কিছু শুরু করতে পারেন না, বিশেষ করে দেশের সকল তরুণ তরুণী যারা উদ্যোক্তা মানসিকতা পোষণ করেন বা এই কাতারে আরও রয়েছেন চাকরিজীবি, ব্যবসায়ী, বিভিন্ন ক্ষেত্র থেকে অবসরপ্রাপ্ত মানুষ ইত্যাদি, যেন তারা লেখকের প্রায় দুই যুগের স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে জানতে পারেন এক অজানা দুনিয়ার ভেতরের গল্প, যেন খুব অল্প বিনিয়োগে স্ব স্ব মেধার মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারেন একটি লাভজনক আন্তর্জাতিক ব্যবসা।
তার লক্ষ্য, দেশের প্রতিটি যুবক যেন নিজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে।
If you found any incorrect information please report us